খুলনার সাথে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৮ ঘণ্টা পর খুলনার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছলে পেছনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে করে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে পেছনের তিনটি কোচ ফেলে রেখে ওই তিন বগির যাত্রীদের নিয়ে ট্রেনটি খুলনা অভিমুখে যাত্রা করে।  

এদিকে বগি দুটি লাইনচ্যুতের সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়। 

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পাকশি রেলওয়ের সদর দফতরে দাখিল করতে বলা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী রেলওয়ের প্রকৌশলী বিভাগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh