ঝিনাইদহে মুসা মিয়া আইসিটি সেন্টারের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ এএম

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসের শাহরিয়ার জাহেদী। 

গত রবিবার বিকালে শহরের জেলা টেনিস ক্লাবের পাশে ও ঝিনাইদহ পৌরসভার সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক ধর।

অনুষ্ঠানে নাসের শাহরিয়ার বলেন, জেলা প্রশাসন ঝিনাইদহ ও জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় পৌরসভা সংলগ্ন ঝিনাইদহ ক্লাবের নিচতলাতে শুভ উদ্বোধন হলো ভাষা সৈনিক মিসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের। বৈদেশিক বাজারে দক্ষ জনশক্তি রফতানিতে তথ্যপ্রযুক্তি, আরবি ও ইংরেজি ভাষা শিখতে সহায়তা প্রদানসহ আউটসোর্সিংয়ে সহযোগিতা করবে সেন্টারটি।

তিনি আরো জানান, সেন্টারটি ঝিনাইদহ বেকারদের জন্য উপকার আসবে বলে তিনি ধারনা করেন। সেইসাথে বিদেশে শুধুমাত্র ইংরেজি ভাষা না জানার কারণে আমাদের দেশের সন্তানদের নিম্ন বেতনে কাজ করতে হয়। এখান থেকে তারা আত্মনির্ভরশীল হতে শিখবে বলে তিনি বিশ্বাস করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh