সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষাগুলোও ১৭ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের পর নতুন পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছিলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষাগুলোও ১৭ মে এর আগে হবে না। এ বিষয়ে আজ সন্ধ্যায় সাত কলেজের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে একটি সভা হবে। সেখানে পরীক্ষা সংক্রান্ত আলোচনা হবে।

সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ১৭ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ মের পর স্থগিত পরীক্ষার সময়সূচী জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh