কোর্টের হাজত থেকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২ পিএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৩ পিএম

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়েছেন হারুনুর রশিদ (২৭) নামে এক বন্দি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাজতের ইনর্চাজ পুলিশের এসআই বদরুল আলমসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পলাতক আসামি হারুনুর রশিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানার একটি ডাকাতি মামলায় আসামি হারুনুর রশীদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে আদালতের হাজত খানায় আনা হয়। বেলা সাড়ে ১০টার দিকে তিনি হাজতখানা থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।

পুলিশ পরিদর্শক আরো বলেন, হারুনুর রশিদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। তার বাবার নাম মফিজ মিয়া। গত বছরের ৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ ও রমনা মডেল থানায় হত্যাচেষ্টাসহ চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh