কক্সবাজারে বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১২ পিএম

ছবি: কক্সবাজার প্রতিনিধি

ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির মো. হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক, পেকুয়ার শিলখালির চাঁদ মিয়ার ছেলে মাইক্রোবাসের যাত্রী আবু তালেব।

ঘটনাসূত্রে জনা গেছে, সকালে চিরিংগা থেকে একটি মাইক্রোবাস চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলো। এসময় কক্সবাজারমুখি এনা পরিবহনের একটি বাস ইসলামনগর পৌঁছালে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়। এসময় মাইক্রোবাসের আরো ৯ জন যাত্রী আহত হয়েছেন। 

পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করেন।

চিরিংগা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh