মুশতাকের মৃত্যু: রাজবাড়ী‌তে ছাত্র ইউনিয়‌নের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বি‌ক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দি‌কে রাজবাড়ী শহরের রেল‌গে‌টের শহীদ স্মৃতি চত্বরে এ বি‌ক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা ছ‌াত্র ইউ‌নিয়‌নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, জেলা সি‌পিবির সদস্য ধীরেন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ।

এসময় বক্তারা, কারাবন্দি থাকা অবস্থায় মুশতাকের মৃত্যুর ঘটনার বিষয়ের দ্রুত স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করার দাবি জানান। এছাড়াও প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিলে পুলিশের হামলা ও ‌নেতাকর্মী‌দের আট‌ক করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh