জলাশয় সংস্কার করা হোক

মো. জিল্লুর রহমান সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৪ এএম

ঢাকা সিটি করপোরেশন এলাকায় বহু পুকুর, খাল, ডোবা দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংস্কারের অভাবে এগুলো কোনো কোনো ক্ষেত্রে বেদখল হচ্ছে এবং ঢাকা শহরের জলাবদ্ধতারও এর অন্যতম একটি কারণ। জলাশয়গুলো সংস্কার না করায় একদিকে পরিবেশ দূষণ করছে, অন্যদিকে সারা বছর মশার প্রজননকেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে। মশার বিস্তার ও পানি বাহিত রোগের আধার হচ্ছে এসব হাজামজা পুকুর, ডোবা ও খাল। ঢাকা সিটি করপোরেশন এলাকায় জলাশয়গুলো সংস্কার করে মশা নিধনের পাশাপাশি সহজেই বিনোদনকেন্দ্রে পরিণত করা সম্ভব। শুধু দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন। পরিকল্পনামতো জলাশয়গুলোর পানি পরিষ্কার করে চারদিকে চলাচলের রাস্তা, পাশে পর্যাপ্ত চেয়ার বা বেঞ্চ, ফুলের বাগান বা ফলের গাছ, জলাশয়ের মধ্যে বা পাশে পানির ফোয়ারা, ভ্রমণপিপাসুদের জন্য নৌকা, শিশুদের জন্য রাইড ইত্যাদির ব্যবস্থা করা হলে চমৎকার বিনোদনকেন্দ্র হয়ে উঠবে।

সকাল-বিকাল হাজার হাজার মানুষ হাঁটতে বের হন, সবাই চান স্বচ্ছ নির্মল পরিবেশ ও বাতাস। শহরে মানুষের হাঁটাচলার পথ ও উন্মুক্ত স্থান ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। সেখানে জলাশয় সংস্কার করে বিনোদনের ব্যবস্থা করা হলে পরিবেশ রক্ষা এবং ভূমিদস্যুদের তৎপরতা দূর হবে। এগুলো হতে পারে আয়ের একটি অন্যতম উৎস। আশা করি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh