ভোলার দুই পৌরসভায় নৌকা প্রার্থীর জয়

 ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৫ পিএম

ছবি: মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মো. মোরশেদ

ছবি: মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মো. মোরশেদ

ভোলা ও চরফ্যাশন পৌর সভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে রিটার্নিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভোলা পৌরসভায় মেয়র পদে মোহাম্মদ মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন। অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় প্রথম বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন মো. মোরশেদ।

ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান মনির নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট।

চরফ্যাশন পৌরসভায় প্রথম বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন মো. মোরশেদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ভোট ১৪ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীফ হোসেন ৭৮৮ ভোট। এখানে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির পেয়ছেন ৭৪৬ ভোট।

ভোলার সহকারী রিটার্নিং অফিসার মিজানুর রহমান খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। ভোলা পৌরসভায় ৫২ দশমিক ২৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

অন্যদিকে চরফ্যাশন সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, এ পৌরসভায় ৫৯ দশমিক ৭৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।  

এদিকে ভোলার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২ নং মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, আসাদ হোসেন জুম্মান, ৪ নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭ নং ওয়ার্ডে শাহে আলম, ৮ নং ওয়ার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯ নং ওয়ার্ডে মাইনুল হোসেন শামিম নির্বাচিত হয়েছে।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জোসনা ইয়াসমিন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া ও ৭,৮,৯ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছে।

অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় ১ নং ওয়ার্ডে স্বপন চৌধুরী, ২ নং ওয়ার্ডে মো. মফিজ, ৩ নং ওয়ার্ডে আ. মতিন, ৪ নং ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ডে মনির হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ৭ নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক, ৮ নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু বিজয়ী হয়েছেন।

এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২,৩ নং ওয়ার্ড থেকে ফরিদা পারভিন, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে রেজোয়ানা পারভীন (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও ৭,৮,৯ থেকে জাহানারা বেগম বিজয়ী হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh