আফগানিস্তানকে গুঁড়িয়ে দুইদিনে টেস্ট জিতল জিম্বাবুয়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৭:১৮ পিএম

ভারতের কাছে নিজেদের অভিষেক টেস্টে মাত্র দুই দিনে হেরেছিল আফগানিস্তান। পঞ্চম ম্যাচে এসে আবারো দুই দিনে টেস্ট হারলো নবীন এই টেস্ট দল।

জিম্বাবুয়ের পেসারদের তোপে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। ব্লেসিং মুজারাব্বানি, ভিক্টর‍ নিয়াউচিদের পেস আর শন উইলিয়ামসের সেঞ্চুরিতে একদমই পাত্তা পায়নি আফগানরা।

মঙ্গলবার আবুধাবিতে শুরু টেস্ট শেষ হয়ে যায় বুধবারেই। তাতে আফগানদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে আফগানদের ১৩১ রানের জবাবে অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫০ রান করেছিল জিম্বাবুয়ে। ১১৯ রানের এই বড় লিডই গড়ে দেয় ম্যাচের গতিপথ। দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের দারুণ লড়াই সত্ত্বেও তারা করতে পারে মাত্র ১৩৫ রান।

১৭ রানের জয়ের লক্ষ্য পেরুতে কেবল ২০ বল খেলতে হয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনারকে। দলের এই দাপুটে জয়ে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট করে নিয়েছেন জিম্বাবুয়ের দুই পেসার মুজারাব্বানি ও নিয়াউচি। আরেক পেসার ডোনাল্ড টিরিপানো পেয়েছেন ৪ উইকেট।

আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে নামা জিম্বাবুয়ের ইনিংস টেনেছেন অধিনায়ক উইলিয়ামস আর কিপার ব্যাটসম্যান রেজিস চাকাবা। সপ্তম উইকেটে দুজনে আনেন ৭৫ রানের জুটি। ৪৪ রান করে ফেরেন চাকাবা। উইলিয়ামস ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। নিজের সেঞ্চুরির সঙ্গে দলকে নিয়ে যান আড়াইশর ঘরে।

বড় রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আরো বিপর্যয় দেখা যায় আফগানদের। দ্বিতীয় ওভারেই আব্দুল মালিককে ছাঁটেন নিয়াউচি। পঞ্চম ওভারে মুনির আহমেদকে তুলে নেন মুজারাব্বানি। খানিক পর রহমত শাহ, হাসমতুল্লাহ জাজাই কাবু হন নিয়াউচির পেসে। আফসার জাজাই কাটা পড়েন উইলিয়ামসের বাঁহাতি স্পিনে। মাত্র ২১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে স্বাগতিক হিসেবে আবুধাবিতে খেলা আফগানরা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অধিনায়ক আসগর আফগান। দুই অঙ্কে যাওয়ার পরই মুজারাব্বানির ভেতরে ঢোকা বলে স্ট্যাম্প উড়ে যায় তার। ৫০ স্পর্শ করার আগে ৬ উইকেট হারিয়ে ফেলাও একশোর আগেই গুটিয়ে ইনিংস হারের শঙ্কা জেগেছিল।

সেই চূড়ান্ত বাজে অবস্থা থেকে দলকে পরে টেনে নেন ওপেনার ইব্রাহিম। পালটা আক্রমণ তুলে পরে হাত খুলে মারতে থাকেন। অষ্টম উইকেটে আমির হামজাকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তবে তাতে ম্যাচের আয়ু কিছুটা বেড়েছে। ১৪৫ বলে ৭৬ করা ইব্রাহিমসহ শেষ তিন উইকেট তুলে ইনিংস মুড়ে দেন ডোলান্ড টিরিপানো। আফগানদের দ্বিতীয় ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh