লঞ্চঘাটে প্রবেশ করতে ফি কেন?

আনিসুর রহমান শিক্ষার্থী, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ০৮:৪৩ এএম

নদীমাতৃক এই দেশে অনেক মানুষের যাতায়াতের জন্য পছন্দনীয় মাধ্যম নৌপথ। এ পথে যাতায়াত আরামদায়ক, আবার তুলনামূলকভাবে খরচও কম। দক্ষিণাঞ্চলসহ অন্যান্য অঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ লোক নৌপথে যাতায়াত করেন। কিন্তু প্রতিটি নৌ-টার্মিনালে প্রবেশের জন্য ফি দিতে হয়। একসময় এই প্রবেশ ফি জনপ্রতি ৫ টাকা নেয়া হলেও এখন ১০ টাকা নেয়া হচ্ছে। প্রতিদিন হাজার হাজার লোক নদী পথে যাতায়াত করে। আর তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা হয়। বাস টার্মিনাল বা রেলস্টেশনে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। তবে নৌ-টার্মিনালে প্রবেশে ফি কেন? এই প্রবেশ ফির নামে চাঁদাবাজি বন্ধ করতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh