বাংলাদেশ দল নিরাপদে আছে: আকরাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১০:৩৮ পিএম

ভয়াবহ ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছেন।

আকরাম খান গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাটা জানার পর ফোন দিয়েছিলাম। ওখানে তো এখন অনেক রাত। ওরা আমাকে বললো সবাই নিরাপদ আছে। ভূমিকম্পর বিষয়ে কিছুই বুঝতে পারেনি।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ২টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৪ মার্চ ৯টা ২৭ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে। সুনামি সতর্কতায় উপকূলীয় এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে মার্কিন ভূ-পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩। পরে অবশ্য জানানো হয়, তীব্রতা ৭ দশমিক ২। ভূমিকম্পের উৎস ছিলো অকল্যান্ড থেকে ৪১৪ কিলোমিটার পূর্বে।  

এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। তবে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) বলছে, নর্থ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কিছুটা ঝুঁকি রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জনবহুল শহর গিসবোর্ন। এতে সাড়ে ৩৫ হাজার মানুষের বসবাস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh