ডায়াবেটিসের লক্ষণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০৯:৫৭ এএম

বয়স্কদের ডায়াবেটিস দেখা দেয়া অনেকটা স্বাভাবিক নিয়মই বলা চলে। কিন্তু এখন কেবল বয়স্ক নয়, শিশু থেকে শুরু করে সকল বয়সীদেরই এই সমস্যায় পড়তে হচ্ছে। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক লাইফস্টাইলের অভাবে ধীরে ধীরে বাড়ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সমস্যা৷ আবার ডায়াবেটিস থেকে শরীরে বাসা বাঁধছে নানা অসুস্থতা৷ রক্তে শর্করার মাত্রা বেড়ে ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে সবকটি ছোট ছোট রক্তনালীর ওপর তার প্রভাব পড়ে৷

যেসব লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস হয়েছে কিনা বোঝা যায়:      

বিশেষজ্ঞরা বলেন-

•    ঘন ঘন প্রস্রাব পায়। কারণ শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে তা কিডনিতে চাপ সৃষ্টি করতে থাকে শরীর থেকে সুগার বের করে দেওয়ার জন্যই এমন হয় 

•    খুব অল্পতেই হাঁপিয়ে ওঠা ও শরীর দুর্বল হয়ে পড়ে 

•    ডায়েট বা ব্যায়াম না করেই অনেক বেশি ওজন কমতে থাকা 

•    বার বার ক্ষুধা লাগে ও অতিরিক্ত তেষ্টা পাওয়া 

•    দাঁত ও মাড়ির সমস্যা ও চোখে ঝাপসা দেখা 

•    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় 

•    ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যৌন অক্ষমতা তৈরি হতে পারে।

শরীরে এই লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে।  


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh