সহজেই জানা যাবে ইন্টারনেটের গতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১১:১৮ এএম

ইন্টারনেটের ব্যবহার এখন দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তবে, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর গতি সবসময় ঠিক থাকে না। মাঝে মধ্যেই ইন্টারনেটের গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আপনার ইন্টারনেটেরর গতি কি আপনি ঠিকমতো পাচ্ছেন বা গতি যে সত্যিই কম তা বুঝবেন কীভাবে?

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন।

ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম-Fast.com, Speedof, Highspeedinternet, Speedtest, Testmy।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh