বুড়োরা বাদ, তারুণ্যে আস্থা মমতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০৮:৪৪ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাজ্যের ২৯৪টি আসনের তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব ঘোষণা মতো, মমতা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন। তবে এবার বাদ পড়েছেন বর্ষীয়ান অনেক বিধায়ক। টিকিট পাননি আশি বছর বয়সী সাবেক বিধায়করা। মমতা ভরসা রেখেছেন বিনোদন জগতের বহু তারকার ওপর।

তালিকা প্রকাশের সময় মমতা বলেন, ভোটে তৃণমূলের নারী প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন। আমি নন্দীগ্রাম থেকে লড়ছি, যা প্রতিশ্রুতি দিয়েছি তাই করব। ভবানীপুরে দাঁড়াচ্ছি না। ভবানীপুরে দাঁড়াচ্ছেন গত মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন বাঁকুড়া জেলা থেকে। অভিনেত্রী জুন মালিয়া লড়বেন মমতার পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর কেন্দ্র থেকে। উত্তর ২৪পরগনার ব্যারাকপুরে মমতা বন্দোপাধ্যায় ভরসা রাখলেন পরিচালক রাজ চক্রবর্তীর ওপর। এছাড়া দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর কেন্দ্রে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। প্রার্থী তালিকায় অভিনেতা সোহম চক্রবর্তী লড়বেন চণ্ডীপুর কেন্দ্র থেকে। হাওড়া জেলার শিবপুর থেকে প্রার্থী হয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

অভিনেত্রী লাভলি মৈত্র লড়বেন দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ-সোনারপুর থেকে। অভিনেতা কাঞ্চন মল্লিক প্রার্থী হয়েছেন হাওড়া জেলার উত্তরপাড়া থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সীর ওপর দায়িত্ব পড়েছে কলকাতা লাগোয়া রাজারহাটের গোপালপুর আসনের। টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় লড়ছেন উত্তর ২৪ পরগনার উত্তর কৃষ্ণনগর থেকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh