স্ট্যান্ডার্ড ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৯:৩৪ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী প্রমুখ।

এ উপলক্ষে দিনের শুরুতে সকল নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান কার্যালয়ের ন্যায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল শাখায়ও একইভাবে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ ঘরে- বাইরে, কর্মক্ষেত্রে নারীর সকল কর্মকে স্বীকৃতি প্রদান করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য যে, সকল ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদান করতে এবং সেই সাথে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ অবসানকল্পে ১৯৭৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতি বছরের ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh