টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘মাদক কারবারী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১২:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ইয়াবা কারবারী’ নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) ভোরে টেকনাফ সীমান্ত উপজেলায় এ ঘটনা ঘটে।

এছাড়া এসময় তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।

টেকনাফ- ২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরো বলেন, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মাদক পাচারকারীরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মলন করা হবে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ দেব বলেন, ভোরে বিজিবি দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে আনার আগেই তারা মারা যান। পরনের পোশাক দেখে মনে হয়েছিল তারা ‘রোহিঙ্গা’। এছাড়া আহত দুই বিজিবি সদস্যকেও চিকিৎসা দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh