সরকারি কোষাগারে যাবে হাজী সেলিমের স্ত্রীর ৬৮ প্লট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৭:৫০ পিএম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা যাওয়ায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের দণ্ড বাতিল (অ্যাভেট) করেছেন হাইকোর্ট। তবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির জানান, গুলশান আরার নামে ৬৮টি প্লট রয়েছে।

এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘হাজী সেলিমের সম্পত্তি অর্জনের একটি মামলায় ১০ বছরের সাজা বহাল থাকলেও তথ্য গোপনের অভিযোগে বিচারিক (নিম্ন) আদালত তিন বছরের সাজায় খালাস দেন। একইসঙ্গে তার স্ত্রীকে বিচারিক আদালতে যে তিন বছরের সাজা দেয়া হয়েছিল সেটি বাতিল করা হয়। তবে দুর্নীতি করে অর্জন করা সম্পত্তি বাজেয়াপ্ত হবে। সেই সম্পত্তি যাবে সরকারের কোষাগারে।’

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলশান আরা।

তিনি হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন। এছাড়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh