এপিএতে প্রথম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৯:৫৯ পিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) “প্রথম স্থান” অর্জন করেছে।

মঙ্গলবার (৯ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) টিম এর মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) সব ক্যাটাগরিতে বিএইচবিএফসির সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিএইচবিএফসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh