যশোর পৌর নির্বাচন ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৬:৫২ পিএম

স্থগিত হওয়া যশোর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন বুধবার (১০ মার্চ) এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার ও ভোটের তারিখ ঘোষণা করেছে।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৬ মার্চ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু হবে।

তবে এ নির্বাচনে নতুন করে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। নির্বাচনের প্রথম তফসিল ঘোষণার পর যেসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই কেবল নির্বাচনে অংশ নিতে পারবেন।

গত ২২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন আগেই যশোর পৌরসভা নির্বাচনের তফসিল দিয়েছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ আদালতে রিট করলে হাইকোর্ট বিভাগ নির্বাচন স্থগিত করে। পরে এ নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত। কিন্তু ওই সময়ে নির্বাচনি প্রচারণাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার সময় না থাকায় ২২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh