কিডনি দিবস উপলক্ষ্যে বিআরবি হাসপাতালের বিশেষ উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৮:৩৮ পিএম

বিশ্ব কিডনি দিবস ১১ মার্চ। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই দিবসটি পালনের মূল লক্ষ্য।
 
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বরাবরের মত এই বছরও ১১-১৭ মার্চ পর্যন্ত, নাম মাত্র মূল্যে (মাত্র ৫০০/- টাকায়) কিডনির মূল পরীক্ষাগুলো করা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের বিশেষ ব্যবস্থা থাকছে বিআরবি হাসপাতালে।

কিডনি বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগ কখনো আগাম জানান দিয়ে আক্রমণ করে না। তাই, কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে জানা এবং এ জন্য নিয়মিত পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। কিডনি রোগ প্রতিরোধযোগ্য, এ জন্য প্রয়োজন সচেতনতা। প্রাথমিক অবস্থায় এ রোগের কারণ নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে কিডনি বিকল হওয়া প্রতিরোধ করা যায়।


আপনারা সকলে আসুন, পরীক্ষা করুন এবং আপনার কিডনি সম্পর্কে নিজে জানুন ও সচেতন হন, অন্যকে সচেতন করুন। বিস্তারিত জানতে কল করুন- ১০৬৪৭।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh