সেতুর জন্য দুর্ভোগ

ফয়সাল শামীম

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৩:৫৩ পিএম

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া গ্রামের খাজারঘাট সোনাভরির শাখা নদী দ্বারা বিচ্ছিন্ন কোদালকাটি ও অষ্টমির চর ইউনিয়ন। এই দুই ইউনিয়নের একমাত্র যোগাযোগ সড়কের শাখা নদীতে সেতু না থাকায় সারা বছরই যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।

স্থানীয় মকবুল মিয়া বলেন, বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলা ছাড়া আর কোনো উপায় নেই এখানকার বাসিন্দাদের। এমনকি পণ্য পরিবহন ও অসুস্থ রোগী বহনেও দুর্ভোগের শেষ নেই তাদের।  সেতুর অভাবে সবচেয়ে বেশি বিপাকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয় আসমা বেগম বলেন, এই অঞ্চলের চরাঞ্চলসহ এলাকার উন্নয়নে একমাত্র প্রতিবন্ধক  সেতুটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দাসহ জনপ্রতিনিধিরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান।  

রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীরুল ইসলাম বলেন, সোনাভরির শাখা নদীতে  সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়ন হবে।

ব্রহ্মপুত্র অববাহিকার অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে দীর্ঘদিনের দাবি এই  সেতু নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh