চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ যন্ত্রশিল্পীর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১২:৪১ পিএম

ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় লরির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একটি ব্যান্ড দলের দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ মার্চ) ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ছয়জন আহত হয়েছেন। 

নিহতরা হলেন-পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দুজনই একটি ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে।

আহতরা হলেন- বিউটি, রাহাত, পাপ্পু, রঞ্জন, তৌহিদ ও লুৎফর রহমান। তাদেরকে মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মাইক্রোবাস ও ঢাকামুখী একটি লরির মিরসরাই সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে ইউটার্নে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে আসা যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পার্থ প্রাণ হারান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে হানিফ আহমেদ মারা যান।

বেতার টেলিভিশন সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের জানান, নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড ও পার্থ ড্রাম বাজাতেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh