করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৩:৫৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৭ জনে।

এসময়ে নতুন করে এক হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনের। 

এছাড়া গত একদিনে হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো এক হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৩১০ জন হয়েছে।

আজ শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ১২ জনই ঢাকার এবং সবাই হাসপাতালে মারা গেছেন। নিহতদের মধ‌্যে নয়জন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে একজন ও ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৬ হাজার ২০৬টি নমুনা। সব মিলিয়ে এ পর্যন্ত ৪২ লাখ ৪৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh