এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে আহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে দুই চীনা নাগরিক চারজন আহত হয়েছেন। 

আজ রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ভেঙে পড়ে যায়।

তিনি আরো বলেন, আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শ্রমিক রয়েছেন। আহতদের উদ্ধার করে তিনজনকে এভারকেয়ার হাসাপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো ওই লঞ্চিং গার্ডারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh