স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৩:২৮ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন প্রতিপালন মনিটরিং করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

আজ রবিবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন করে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে কড়াকড়ি আরোপ করে গতকাল শনিবারই (১৩ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রজ্ঞাপন দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে পাঠিয়ে মন্ত্রিপরিষদ বলেছে, সম্প্রতি করোনা সংক্রমণ ও মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছু বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সবক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন।

এতে আরো বলা হয়েছে, এ পরিস্থিতিতে সকলের মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের মন্ত্রিপরিষদ বিভাগে নির্দেশনা প্রদান করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh