ভোলায় সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৩:৫২ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২১, ০৩:৫৪ পিএম

ভোলার তজুমদ্দিনে একটি  প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন।

রবিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম চাচঁড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

চাচঁড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান জানান, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে নির্মাণ শ্রমিক রাকিব ও সাদ্দাম ট্যাংকের ভিতরে নামে। এসময় গ্যাসের ক্রিয়ায় তারা চিৎকার করতে থাকলে আরেক শ্রমিক আলাউদ্দিন তাদের উদ্ধার করতে ট্যাংকে নামলে তিনজনই মারা যায়।


নিহত রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার এবং আলাউদ্দিন চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh