চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৫:০৩ পিএম

বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে দেশের কিছু ইসলামী রাজনৈতিক দল। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এ দাবি জানিয়েছে তারা।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে এ দাবিতে শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজ শেষে  বিক্ষোভ সমাবেশও করে তারা।

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশ থেকে চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। এসময় দেশে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম।

এসময় চীন সরকারের এমন আচরণের বিরুদ্ধে কথা বলতে বিশ্বের সব গণতান্ত্রিক দেশের প্রতি আহ্বান জানান খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক আজম খান। তিনি চীনের বিরুদ্ধে গণহত্যা করার অভিযোগ তোলেন।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিনজিয়াং প্রদেশে ১ কোটিরও বেশি তুর্কি ভাষী নৃগোষ্ঠী উইঘুরের বসবাস, যারা বেশিরভাগই মুসলিম। রি-এডুকেশন ক্যাম্পের নামে এদের ডিটেনশন সেন্টারে আটকে রেখে নানা নির্যাতন করছে দেশটির সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh