করোনার টিকা নিলেন ৪৩ লাখ ৯৮ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৮:৫৭ পিএম

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন।

টিকা গ্রহীতাদের মধ্যে ৮৮৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন।  

রবিবার (১৪ মার্চ) টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন বলে অধিদফতর জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৯৩৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh