তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই পোশাক কারখানার শ্রমিক।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুই কারখানার শ্রমিকরা।

এদিতে সড়ক অবরোদের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh