নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান গেলো ভারতে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৩:৩৭ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথম বারের মতো নৌপথে খাদ্যপণ্য রফতানি শুরু করতে যাচ্ছে প্রাণ আরএফল গ্রুপ।

এ উপলক্ষে প্রথম চালান হিসেবে প্রাণ গ্রুপের ২৫ হাজার কার্টন লিচি ড্রিংক পণ্যবোঝাই জাহাজে করে ভারতের উদ্দেশ্যে রওনা শুরু করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে প্রাণ গ্রুপের নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে পণ্য রফতানি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

পণ্য বোঝাই জাহাজটি ঘোড়াশালে শীতলক্ষ্যা নদী থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ হয়ে খুলনার শেখবাড়িয়া দিয়ে ভারতে প্রবেশ করবে এবং কলকাতার বন্দরে গিয়ে পৌঁছবে।

বিশ্ববাজারে প্রাণের খাদ্যপণ্যের মোট রফতানির প্রায় ৩০ শতাংশ হয় ভারতে। নতুন করে নদীপথ যুক্ত হওয়ায় ভারতে খাদ্যপণ্য রফতানিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বাণিজ্য মন্ত্রণালয় সচিব ড. মো. জাফর উদ্দিন, নৌপরিবহন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মেজব্হা উদ্দিন, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও প্রাণ আর এফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh