ঝিনাইদহে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৬:১৯ পিএম

ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ আব্দুল মান্নান (৫৪) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৬ মার্চ ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মহেশপুর থানাধীন পশ্চিম শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া ব্রিজের ওপর স্বর্ণ চোরাচালানের জন্য কিছু স্বর্ণ চোরাকারবারী উক্ত স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ব্রিজের ওপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণ চোরাকারবারী পাঁচটি স্বর্ণের বার যার ওজন ৫৮৩.২০ গ্রাম, ৩৪,২৯৮ টাকা, একটি মোবাইলসহ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৪,৮৫,২৯৮ টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh