টঙ্গীতে বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৭:০৯ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২১, ০৭:১১ পিএম

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্টিলের তৈরী বিদ্যুতের খুঁটি অপসারণের সময় খুঁটি ভেঙে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহাগ সরকার, সুমন ও সাইফুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উইল সিএনজি স্টেশনের সামনে স্টিলের তৈরী পুরাতন বৈদ্যুতিক খুঁটি অপসারণের সময় হঠাৎ করে খুঁটিটি ভেঙে পড়ে যায়। এতে খুঁটি চাপা পড়ে ঘটনাস্থলেই একজন ও টঙ্গী শহিদ আহসানউল্লাহ মাস্টার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর শ্রমিক সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

জিএমপি পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh