হজে যেতে নিতে হবে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৭:৫৯ পিএম

আসন্ন পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচের সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।

এতে বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নাম্বার, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh