লভ্যাংশের সীমা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৯:৩৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলো সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেয়া নিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৬ মার্চ) জারি করা সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

আগের নির্দেশনা অনুযায়ী, ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে ব্যাংকগুলো ১৭.৫০ শতাংশ নগদ দিতে পারবে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করে ১৭.৫০ শতাংশ নগদসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।

এতে আরো বলা হয়েছে, প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক হতে এর আগে গৃহীত ডেফারেল সুবিধার অধীনে নয়, বা বিবেচ্য পঞ্জিকাবর্ষে এরূপ কোনও ধরনের ডেফারেল সুবিধা গ্রহণ ব্যতিরেকে যেসব ব্যাংক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ২.৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫.০% শতাংশ বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, সেসব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ ১৭.৫০ শতাংশ নগদসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।

এর আগে গত সোমবার (১৪ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ বৈঠক শেষে আগের চেয়ে ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh