জাতীয় দলে ডাক পেলেন ‘বুড়ো’ ইব্রা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১১:২১ পিএম

অবসর নেয়ার ৫ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন সুইডেনের রেকর্ড গোলদাতা জ্‌লাতান ইব্রাহিমোভিচ। গত বছরের নভেম্বরে এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ফের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সুইডেনের কোচ হেন অ্যান্ডারসন এরপর মিলানের উদ্দেশ্যে উড়াল দেন ইব্রার সঙ্গে সাক্ষাৎ করার জন্য।  

সুইডেন বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে জর্জিয়ার। এর তিনদিন পর সুইডিশরা খেলবে কসোভার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই ম্যাচের জন্য অ্যান্ডারসন তার স্কোয়াডে রেখেছেন ইব্রাকে।  

ফের জাতীয় দলে ফেরার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইব্রাও। নিজের অফিসিয়াল টুইটার পেজে সুইডেনের জার্সি পরিহিত এক ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈশ্বরের ফেরা।’

চলতি মৌসুমে এসি মিলানের পক্ষে ইতালিয়ান সিরি আতে ১৪ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এই সুইডিশ স্ট্রাইকার।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকারের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯ বছর বয়সে। ১১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২ গোল করেছেন। ২০১৬ সালের ইউরোতে সুইডেন গ্রুপ পর্ব থেকে বাদ পডার পর অবসরের ঘোষণা দেন ইব্রা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh