‘চিরঞ্জীব মুজিব’ দেখেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৪:৪৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে নিয়ে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’  সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে।

সিনেমাটি এরই মধ্যে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম ও চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন জুয়েল মাহমুদ।

জুয়েল মাহমুদ বলেন, ‘সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সিনেমাটি দেখেছেন। তারা আমাদেরকে প্রচারের প্রস্তুতি নিতে বলেছেন।’

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে তিনি বলেন, ‘আগামী ২৫ তারিখ আমরা ফাইনাল একটা তারিখ জানাতে পারব, কবে সিনেমাটি মুক্তি পাবে। তবে এখন আমরা পোস্টার, বিলবোর্ডসহ বিভিন্নভাবে প্রচারণার প্রস্তুতি নিচ্ছি।’

সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন আহমেদ রুবেল। পূর্ণিমাকে দেখা যাবে বঙ্গমাতা চরিত্রে ,বঙ্গবন্ধুর মা-বাবার চরিত্রে দেখা যাবে দিলারা জামান ও খায়রুল আলম সবুজকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh