স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৬:১৯ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৮:১৬ পিএম

স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে টেকনিক্যাল সমস্যার কারণে মুক্তির তারিখ পিছিয়ে ২৬ মার্চ নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ‘স্ফুলিঙ্গ’র অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

একটি পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ১৯ মার্চ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাবে না শুনে আশাহত হয়েছিলেন যারা, তাদের জন্য স্বস্তির সংবাদ, নিজের পরিচালিত সপ্তম সিনেমাটি মুক্তি দেয়ার জন্য স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তৌকীর আহমেদ।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু প্রমুখ।

গত বছর ৯ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘স্ফুলিঙ্গ’র ঘোষণা দেন তৌকীর আহমেদ। এরপর ১১ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা ২৩ দিনের মাথায় সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh