শেষ আটে বায়ার্ন-চেলসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৭:৩৭ পিএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্রত্যাশিত জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেল হান্স ফ্লিকের দল। প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে ৩৩তম মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। রবার্ট লেভানদোভস্কির নিখুঁত লক্ষ্যভেদে লিড পায় বায়ার্ন।

৭৩তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন বদলি নামা চুপো-মোটিং। ডাভিড আলাবার পাস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।

পরে ৮২তম মিনিটে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে বদলি নামা পারোলো। ফ্রি কিকে কাছ থেকে হেডে বল জালে পাঠান লাৎসিও মিডফিল্ডার।

এই নিয়ে ১৯তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জার্মান দলটি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ।

দিনের অন্য ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে সাত বছর পর হসেষ আটে জায়গা করে নিয়েছে চেলসি।

শেষ আটের বাকি দলগুলো হলো- পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড।

আগামী শুক্রবার আসরটির কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh