ছাত্র পেটানো মাদ্রাসা শিক্ষকের ৬ মাসের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৭:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে মঈন উদ্দীন (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক জেলা শহরের কলেজপাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি সরাইল উপজেলার আখিঁতারার ছাদেকুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, কলেজপাড়ার ওই মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আবদুল মালেক হাজারীর ৯ বছর বয়সী সন্তান ইব্রাহিম পড়াশুনা করতো। শিক্ষক মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় শিশু ইব্রাহিমকে অমানবিক শারীরিক নির্যাতন করেন। অবস্থা বেগতিক দেখে নিজেই তাকে চিকিৎসা করান। খবর পেয়ে ইব্রাহিমের অভিভাবকেরা এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২৯ আগস্ট শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় শিক্ষক মঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh