জবির ভারপ্রাপ্ত উপাচার্য কামাল উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৮:২৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত উপাচার্যের দ্বায়িত্ব পেয়েছেন ট্রেজারার অধ্যাপক মো. কামাল উদ্দিন আহম্মেদ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নুর ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী উপাচার্য নিয়োগ ও নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. কামাল উদ্দিন আহম্মেদ উপাচার্যের দ্বায়িত্ব পালন করবেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পান অধ্যাপক কামাল উদ্দিন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh