ইরাকের নতুন রাষ্ট্রদূত ফজলুল বারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১০:১২ পিএম

জনপ্রশাসন পদকপ্রাপ্ত ফজলুল বারীকে রাষ্ট্রদূত হিসেবে ইরাকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফজলুল বারীকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়া হচ্ছে।

ফজলুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয় নিয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন। তিনি যুক্তরাজ্যের বেলফাস্টের আলসটার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আটর্স ডিগ্রি নেন।

গত বছরের শেষের দিকে ফজলুল বারীকে রাষ্ট্রদূত করার জন্য আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে ইরাকের বর্তমান রাষ্ট্রদূত ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন। গত বছরের ২৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় একই বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তার রাষ্ট্রদূত পদের মেয়াদ বাড়ায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh