প্রাথমিক শিক্ষক নিয়োগের কোটা বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১১:২৯ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারেক রহমান নামে এক প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ এবং ২০ ভাগ পোষ্য কোটা রেখে একটি পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। আগামী রবিবার (২১ মার্চ) বিচারপতি মজিবর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

তিনি বলেন, নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা রেখে প্রাথমিক শিক্ষা অধিদফতর যে পরিপত্র জারি করেছিল তা আমরা চ্যালেঞ্জ করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh