শেষ আটে মুখোমুখি বায়ার্ন-পিএসজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৭:১৫ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গত আসরের দুই ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ এবং পিএসজি মুখোমুখি হতে যাচ্ছে।

শুক্রবার (১৯ মার্চ) সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ও সেমি ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

ইউরোপের অনেক হেভিওয়েট ক্লাব দ্বিতীয় রাউন্ড থেকেই ঝরে গেছে। তবুও সবার চোখ আটকে আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং পিএসজি দলের দিকে।

চলতি মৌসুমে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড।

রিয়াল মাদ্রিদ পেয়েছে এক আসর আগের চ্যাম্পিয়ন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে। যদিও এবার লিভারপুল অনেকটাই খর্ব শক্তির দল। গত বছর প্রিমিয়ার লিগ জয়ের পর থেকেই ব্যাকফুটে রয়েছে ইয়ুর্গেন ক্লুপের দলটি। রিয়ালের সামনে তাই কঠিন প্রতিপক্ষ বলা যায় না লিভারপুলকে।

পর্তুগিজ ক্লাব পোর্তো শেষ আটে পেয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসিকে। জুভেন্টাসকে বিদায় করে কোয়ার্টারে উঠে আসা পোর্তোর সামনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ।

কোয়ার্টার ফাইনাল লাইনআপ :
ম্যানসিটি-বরুশিয়া ডর্টমুন্ড
পোর্তো-চেলসি
বায়ার্ন মিউনিখ-পিএসজি
রিয়াল মাদ্রিদ-লিভারপুল

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh