করোনাভাইরাস: মৃত্যু কমলেও শনাক্ত ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৪:০২ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২১, ০৪:০২ পিএম

করোনার প্রকোপ সত্ত্বে বইমেলার তৃতীয় দিনে শনিবার ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।  -স্টার মেইল

করোনার প্রকোপ সত্ত্বে বইমেলার তৃতীয় দিনে শনিবার ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। -স্টার মেইল

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত আরো বেড়েছে। 

এসময়ে করোনায় নতুন করে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া দুই হাজার ১৭২ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে। এর আগে গতকাল শনিবার করোনায় ২৬ জনের মৃত্যু ও এক হাজার ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪০৪ জনে। 

আজ রবিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২১ হাজার ১০৮টি নমুনা। 

মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দুইজন ও বরিশালে একজন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৫১ শতাংশ। 

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh