ভিআইপি মুভমেন্টে আজ রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০১:০৩ পিএম

রাজধানীতে একাধিক সড়কে ভিআইপি মুভমেন্ট থাকায় আজ সোমবার (২২ মার্চ) যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, আজ একাধিক ভিআইপি মুভমেন্টের কারণে বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখান থেকে আবার তিনি ফেরেন বঙ্গভবনে।

এরপর নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিটের মধ্যে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপর তিনি বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিটের মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যাবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিটের মধ্যে আবারো তিনি ফিরবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ২৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন। এরপর আবারো তিনি ফিরবেন বঙ্গভবনে।

অন্যদিকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বঙ্গভবনে যাবেন নেপালের প্রেসিডেন্ট। এর পৌনে ৩ ঘণ্টা পর রাত ১০টা ২০ মিনিটে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরবেন।

এর আগে গত রবিবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত গন্তব্যে যেতে রাজধানীবাসীকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh