যুক্তরাষ্ট্রে মার্কেটে গুলিতে নিহত ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৯:২৩ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২১, ০৯:২৮ এএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরের একটি গ্রোসারি মার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরটির টেবিল মেসা স্ট্রিটের কিং সুপার্স মার্কেটে এই গুলির ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, এই ঘটনায় তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে এবং তিনি আহত হয়েছেন। তবে তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

কী উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে, সে ব্যাপারেও কিছু বলেনি পুলিশ।

বেলা আড়াইটার দিকে ওই দোকানে সন্দেহভাজন এক ব্যক্তি প্রবেশ করে। তারপরই গুলি শুরু হয়। ২০ মিনিটের মাথায় স্থানীয় পুলিশ টুইট করে জানায়, গ্রোসারি স্টোরটিতে বন্দুকধারী রয়েছেন। তিনি গুলি ছুড়ছেন। পরে এলাকাটি এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করে পুলিশ।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দুঃখিত ও ক্ষুব্ধ।

কিং সুপার্স গ্রোসারি মার্কেটটি কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ ও কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে।-বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh