চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কঙ্গনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৯:৪৬ এএম

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

নতুন পালক যুক্ত হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মুকুটে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে গতকাল সোমবার (২২ মার্চ) বিকেলে। 

সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। 

এই নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার কঙ্গনার ঝুলিতে। তাই উচ্ছ্বাস আটকে রাখতে পারেননি অভিনেত্রী।

টুইটারে আনন্দ প্রকাশ করেছেন কঙ্গনা। শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করে ছবির পরিচালক, লেখক, সহঅভিনেতা ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের পরিবার ও দিদি রঙ্গোলী চান্ডেলের কথাও পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন। 

মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ছবির একটি দৃশ্য

কঙ্গনা সেই ভিডিও বার্তায় বলেছেন, ‘এই ছবি সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। আমার দর্শক, ভক্ত, যারা সব সময় আমার পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। একইসাথে আমার পরিবার, বোন ও ইউনিটের সবাইকে ধন্যবাদ।’ 

‘মণিকর্ণিকা’তে মুখ্য চরিত্রে অভিনয় করার পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন তিনি।

আজ ২৩ মার্চ (মঙ্গলবার) কঙ্গনার জন্মদিন। রঙ্গোলী মনে করেন, এই পুরস্কারই তার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। টুইটারে বোনের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও লিখেছেন তিনি। 

এর আগে ‘ক্যুইন’, ‘ফ্যাশন’ ও ‘তনু ওয়েডস মনু’-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। -আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh