ওয়ানডেতে তামিমের ৫০তম ফিফটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১০:৪৭ এএম

তামিম ইকবাল

তামিম ইকবাল

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি। যদিও পরে রানআউট হয়েছেন ৭৮ রানে।  

আজ মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের ৫০তম ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

২১২ ম্যাচের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ১৩টি। আর বাকি ৫০টি ৫০ রানের ইনিংস। এক্ষেত্রে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে তামিম।

ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টকে দারুণ ফ্লিকে বাউন্ডারি মেনে শুরু করেন তামিম। এক প্রান্ত আগলে টেনে নেন তিনি দলের ইনিংস। মিচেল স্যান্টনারের বলে সিঙ্গেল দিয়ে ফিফটি স্পর্শ করেন ৮৪ বলে। ম্যাচের প্রেক্ষাপটে দারুণ গুরুত্বপূর্ণ ইনিংস। ওই ওভারেই দুটি বাউন্ডারিতে উদযাপন করেন নিজের ফিফটি।


তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শেষ হয়ে যায় তামিমের ইনিংস। কিউই অলরাউন্ডার জিমি নিশামের লেংথ বলটা বেশ ভালোই সামলেছিলেন মুশফিক। রান নেয়ার জন্য তাকিয়েছিলেন সঙ্গী তামিমের দিকে। এক রান নেয়ার সিদ্ধান্তও হয়ে যায় তখনই। কিন্তু নিশাম দুই ব্যাটসম্যানকে সময় দেননি মোটেও। বল কুড়িয়ে স্টাম্প না ভেঙে ফুটবলারের মতো বলে লাথি দিলেন, যা ভেঙে দিল স্টাম্প। তামিম সময়মতো পৌঁছাতে পারেননি অপর প্রান্তে। ১০৮ বলে ১১ চারের সাহায্যে ৭২.২২ স্ট্রাইক রেটে ৭৮ রান করেই থেমে যায় তামিমের ইনিংস।

কিছুক্ষণ পর মিঠুনকেও একইভাবে রানআউট করতে চেয়েছিলেন নিশাম। যদিও এবার লক্ষ্যভ্রষ্ট হয় সেই চেষ্টা। কিন্তু মুশফিকুর রহিম বিদায় নিলেন স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে।

মুশফিকুর রহিম ফিরেছেন ৩৪ রান করে। তার বিদায়ের ফলে ভেঙেছে ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি। মিঠুন অপরাজিত আছেন ৬৮ রানে, সাথে আছেন সাইফুদ্দিন (০)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান। লিটন দাস শূন্য ও সৌম্য সরকার আউট হয়েছেন ৩২ রান করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh