ধানমন্ডি-মোহাম্মদপুরসহ আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১১:৪৩ এএম

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও হাজারীবাগসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

গতকাল সোমবার (২২ মার্চ) রাত থেকে এই সরবরাহ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেসন্স) শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সড়ক ও মহাসড়ক বিভাগ কর্তৃক সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজের কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গতকাল রাত ৯টা থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও হাজারীবাগসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে তিতাসের লাইন মেরামতের কাজ চলছে।

তিনি বলেন, আশা করছি আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর ওইসব এলাকার গ্যাস সরবরাহ ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে বিকল্প হিসেবে অন্যান্য জায়গা থেকে গ্যাস এনে রাজধানীর গ্যাস সরবরাহ যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। -ডেইলি স্টার

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh