প্যানেল মেয়র হলেন লিটন, গিয়াস ও আফরোজা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১১:৫৮ এএম

ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

সর্বোচ্চ ভোট পেয়ে ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লাহস্থ নগর ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

আবদুস সবুর লিটন পেয়েছেন ২৯ ভোট। এছাড়া ২৭ ভোট পেয়ে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন প্যানেল মেয়র-২ ও ২৬ ভোট পেয়ে সংরক্ষিত ২৭, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের আফরোজা জহুর প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন।

গত ১৮ মার্চ প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল। ওইদিন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় তা স্থগিত করা হয়। একইদিন নতুন তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মাদ মোজাম্মেল হক।

এবার প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী ছিল ১১ জন। সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন- ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নং উত্তর কাট্টলীর কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী ছিলেন-আফরোজা জহুর, জোবাইরা নার্গিস খান, নীলু নাগ, লুৎফুন্নেছা দোভাষ বেবী, ফেরদৌস বেগম মুন্নী।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে নিজেদের মধ্য থেকে তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করবেন। এর মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে। চসিকের বর্তমান পর্ষদের (ষষ্ঠ) প্রথম সাধারণ সভা হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh